দেশ বিদেশ
অসুস্থ হয়ে দুবাইয়ের হাসপাতালে চিকিৎসা নিলেন বাবর
স্টাফ রিপোর্টার
১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবারওমরাহ করতে যাওয়ার পথে উড়োজাহাজে শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসা নেন। শুক্রবার বাবরের একান্ত সহকারী মির্জা হায়দার আলী এ তথ্য জানান। বলেন, স্যার যাত্রা পথে বিমানে (এমিরেটস এয়ারলাইন্স) হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে দুবাইয়ে অবতরণের পর দ্রুত তাকে বিমানবন্দরের কাছে একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। হায়দার আলী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে বাবর বড় ছেলে লাবিব ইবনে জামানকে নিয়ে মদিনা রওনা দেন। তার কয়েক ঘণ্টা আগে আরেকটি ফ্লাইটে বাবরের স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পরিবারের সদস্যরা লুৎফুজ্জামান বাবরের আরোগ্য কামনায় দেশবাসী এবং দলের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর সব মামলা থেকে খালাস পাওয়ায় ১৬ জানুয়ারি কারামুক্ত হন বাবর। পরে ২০শে জানুয়ারি বুকের ব্যথায় অসুস্থ হয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাবর। ওই সময় কয়েকদিন সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি।