বিনোদন
দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে প্রতি সপ্তাহে দেখা করেন আমির খান
বিনোদন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৩ আগস্ট ২০২২, বুধবার, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪৮ অপরাহ্ন

দুই প্রাক্তন স্ত্রী রিনা এবং কিরণের প্রতি এখনও ভালবাসা ও সম্মান আছে। করণ জোহরের চ্যাট শোয়ে গিয়ে এমনই দাবি করলেন আমির খান। অভিনেতা জানান, প্রতি সপ্তাহে দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে একবার অন্তত দেখা করেন তিনি।
বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা পেয়েছেন আমির। তবে ব্যক্তিগত জীবনে একাধিকবার সম্পর্ক ভেঙেছে তার। ক্যারিয়ারের সাফল্য পাওয়ার আগেই ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। জুনেইদ ও ইরা নামের দুই সন্তান রয়েছে তাদের। শোনা যায়, আমিরের সফল ক্যারিয়ারেও রিনার অবদান রয়েছে। ‘লগান’ সিনেমার অন্যতম প্রযোজক ছিলেন আমিরের প্রথম স্ত্রী। সেই সিনেমারই সহকারী পরিচালক কিরণ রাওয়ের প্রেমে পড়েন আমির। ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির।
পাঠকের মতামত
আহা ভন্ডামির শেষ নাই। সব ক্ষেত্রেই ভন্ডামি।
একের অধিক বিয়েতে খারাপ কিছু দেখি না। বরং এতে মন ও শরীর উভয়ই ভালো থাকে আর গড় আয়ু দীর্ঘায়ু হয়। সমর্থবান সবাইকে একের অধিক কমপক্ষে ২/৩টি বিবাহ করা উচিত।
মনীষীরা আমির খানদের এসব কাজের নাম দিয়েছেন" গাছের টাও খাবো, তলারটাও কুড়াবো"।
বেশি বউ এর সুবিধা এটা ই!
আমাদের এলাকায় এক লোক বলেছিল যে ‘‘ অনেকে বউ ছাড়ে কিন্তু বউয়ের মায়া ছাড়তে পারে না ’’। আমির খানের বেলায় ও দেখছি তাই।