বাংলারজমিন
তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৫, বুধবারময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান গনি (৪৫) নামে এক ইলেকট্রিক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পাশে কাশিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। তিনি দয়ারামপুর গ্রামের হাফেজ আব্দুল গফুরের ছেলে ও কাশিগঞ্জ বাজারের ইলেকট্রিক ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ চালকসহ ঘাতক ট্রাক আটক করেছে।
জানা যায়, নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পাশে কাশিগঞ্জ বাজারে দোকানের সামনে বসে ছিলেন তিনি। এ সময় নেত্রকোনাগ্রামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান জানান, নিহতের মরদেহ শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়িতে রয়েছে।