দেশ বিদেশ
ভ্রমণলেখ্য ‘তিয়েন আন মেনে পথ হারিয়ে’ এর পাঠ উন্মোচন
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ১১:৪৭ পূর্বাহ্ন

গত শুক্রবারের(২৪ জানুয়ারি) ধানমন্ডি লেক পাড়ের মোগল সাম্পান রেস্তোরাঁর খোলা চত্বরে ঢাকার বইপ্রেমী সুধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে লেখক সেলিম সোলায়মানের চীন বিষয়ক অষ্টম ভ্রমণলেখ্য ‘তিয়েন আন মেনে পথ হারিয়ে’ এর পাঠ উন্মোচন। বইমেলা ২৫ উপলক্ষে ‘তিয়েন আন মেনে পথ হারিয়ে’ প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা উৎস প্রকাশন ! গীতিকার , নাট্যকার , লেখক ও শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক আ বা ম ছালাহউদ্দিন এর সভাপতিত্বে, অনুষ্ঠানটির শুভ সূচনা হয় খ্যাতিমান শিল্পী সৌমিত রায়ের এস্রাজ বাদনে । অতঃপর “তিয়েন আন মেনে পথ হারিয়ে” থেকে অংশবিশেষ পাঠ করে অনুষ্ঠানের শুভারম্ভ করে শিশু শিল্পী রূপকথা রহমান, উচ্ছল নাদিফ ও বাচিক শিল্পী রোটারিয়ান ফরিদা রুমা ।
এরপর সংগীত পরিবেশন করেন স্বনামখ্যাত স্থপতি ও শিল্পী রেজাউর রহমান ও তার প্রতিভাময়ী কন্যা রূপকথা রহমান। আলোচনা পর্বে সেলিম সোলায়মানের লেখালেখি নিয়ে আলোচনা করেন, বীরমুক্তিযোদ্ধা কবি, লেখক, চলচ্চিত্রকার ফরিদুর রহমান , কবি আব্দুর রব, ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাহিম এইচ শাহেদ, লেখক গোলাম শফিক, সান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও চিত্রশিল্পী আব্দুল হালিম মন্টু । অনুষ্ঠানের এই পর্যায়ে সংগীত পরিবেশন করেন খ্যাতিমান শিল্পী জাকির হোসেন তপন, সঙ্গীত শিক্ষিকা ও শিল্পী জান্নাত ই ফেরদৌসি , ব্যাংকার ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী গৌরাঙ্গ কুন্ডু ।
কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপিকা নীলিমা পারভীন । এছাড়াও অনুষ্ঠানের নানা পর্যায়ে গান গেয়ে উপস্থিত সুধীদের মাতিয়ে রাখেন শখের গায়ক গায়িকা ও লেখকের শুভানুধ্যায়ী গল্পকার সানোয়ার মনি , মঞ্জু আলম, সাবিনা সিদ্দিকা ও আদরের উচ্ছল নাদিফ । নগরীলিপি বিশারদ লোকসাহিত্য গবেষক লেখক ও প্রকাশক মোস্তফা সেলিমের প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনায় সবশেষে স্থপতি ও শিল্পী রেজাউর রহমানের নেতৃত্বে উপস্থিত সুধীজনের সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে “তিয়েন আন মেনে পথ হারিয়ে “ এর উৎসব মুখর এই পাঠ উন্মোচন অনুষ্ঠানটির সমাপ্তি ঘটেছিল যখন, ধানমন্ডির লেইক পাড়ের ঘড়ির কাটা তখন বেলা ১১ টা ছুঁই ছুঁই।