ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাবান ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

পঞ্চমবারের মতো পাল্টানো হচ্ছে নভোথিয়েটারের নাম

নাজমুল হুদা
২৫ জানুয়ারি ২০২৫, শনিবারmzamin

সরকার পরিবর্তন হলেই পাল্টানো হচ্ছে নভোথিয়েটারের নাম। শেখ হাসিনা সরকার পতনের আগে ৪ দফা পাল্টানো হয়েছিল দেশের বিজ্ঞানভিত্তিক বিনোদন কেন্দ্র নভোথিয়েটারের নাম। বর্তমান নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার’। তবে সেই নামও এখন আর থাকছে না। নতুন নামকরণের প্রক্রিয়া চলছে প্রতিষ্ঠানটির। 

নভোথিয়েটার সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ঢাকা নভোথিয়েটার প্রকল্পের প্রস্তাব অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপিত হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৯৭ সালের ১৩ই মার্চ প্রথমবারের মতো ঢাকা নভোথিয়েটারের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার’ নামকরণ করে প্রকল্পটি একনেক সভায় অনুমোদিত হয়। ২০০১ সালে সরকার পরিবর্তনের পর প্রকল্পটি সংশোধনের সময় ফের পরিবর্তন করা হয় নাম। দ্বিতীয় দফায় একনেক সভায় ঢাকা আধুনিক নভোথিয়েটার নামকরণ করা হয়। তবে সেই নামও টেকেনি বেশিদিন। প্রকল্প সমাপ্তির পর অর্থাৎ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের দিন ও তারিখ নির্ধারণের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে সারসংক্ষেপ পাঠানো হয়। তখন তৃতীয় দফা নাম পরিবর্তনের প্রস্তাব করেন বেগম খালেদা জিয়া। ঢাকা আধুনিক নভোথিয়েটার-এর নাম পরিবর্তন করে তখন ভাসানী নভোথিয়েটার নামকরণ করার নির্দেশনা দেন তিনি। তখন থেকে ভাসানী নভোথিয়েটার হিসাবে পরিস্থিতি পায় সর্বত্র। 

সূত্র আরও জানায়, বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকার আমলে ভাসানী নভোথিয়েটার নামে প্রতিষ্ঠানটি পরিচালনা হলেও ফের শেখ হাসিনা সরকার এসে সেটি পরিবর্তন করে। চতুর্থ দফায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার নামকরণ করে ২০১০ সালে সংসদে ৭ নং আইন হিসেবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার’-আইন-২০১০ পাস হয়। তবে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিজয় সরণিতে অবস্থিত নভোথিয়েটারের নামফলক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লেখা তুলে নিয়ে যায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে খাতা কলমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার নামেই সব ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে এই নাম নিয়ে আপত্তি রয়েছে অনেকের। খোদ নভোথিয়েটারের কর্মকর্তাদের মধ্যেই নাম নিয়ে ভীতি-অসন্তোষ রয়েছে। তাই বর্তমান নামটি পরিবর্তনের জন্য উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছে নভোথিয়েটার কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইন, ২০১০ থেকে ‘বঙ্গবন্ধু’ ও ‘শেখ মুজিবুর রহমান’ বাদ দিয়ে সংশোধনী আনতে খসড়া প্রস্তাব তৈরি করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। 

নভোথিয়েটারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মানবজমিনকে বলেন, দর্শকরা বর্তমান নাম পছন্দ করছে না। কর্মকর্তা-কর্মচারীরাও এই নাম নিয়ে ভীতির মধ্যে আছে। তাই স্বাভাবিক কার্যক্রম চালাতে কিছুটা অসুবিধা হচ্ছে। তিনি বলেন, নতুন সরকার আসলেই নভোথিয়েটারের নাম পরিবর্তন করা হচ্ছে। এই প্রকল্প শুরু থেকে এখন পর্যন্ত কোনো নামই স্থায়ী হচ্ছে না। বার বার নাম পরিবর্তনের কারণে আমাদের অফিসিয়াল কাজ করতে অসুবিধায় পড়তে হচ্ছে। 

নভোথিয়েটারে মহাকাশ সম্পর্কিত বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয়ের প্রদর্শনী থাকে। যা শিক্ষা-বিনোদনের সুযোগ সৃষ্টি করে স্কুলগামী শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক শিক্ষায় উৎসাহিত করতে সহায়তা করে। এ ছাড়া মহাকাশ বিষয়ক গবেষণার সুযোগ সৃষ্টিসহ ডিজিটাল ও সায়েন্টিফিক সামগ্রী প্রদর্শনের সুযোগ থাকে এতে। নভোথিয়েটারে অর্ধগোলাকৃতি কক্ষে পারফোরেটেড অ্যালুমিনিয়ামের পর্দায় চোখ রাখলে পুরো হলরুমের ছাদটাকেও মনে হয় সিনেমার অংশ। জাপানের গোতো কোম্পানির জিএসএস হ্যেলিয়াস প্রজেক্টর বিভিন্ন স্পেশাল ইফেক্ট সৃষ্টি করে। অ্যাস্ট্রোভিশন ৭০ প্রজেক্টর ফিল্মে গ্রহ-নক্ষত্র দেখার সময় দর্শকের অনুভূতিকে অনেক বেশি সজাগ করে তোলে। এছাড়া বিশাল অ্যালুমিনিয়াম পর্দার সঙ্গে এ জাতীয় উন্নতমানের প্রজেক্টরের সমন্বয়ে ফিল্ম দেখতে বসলে গোটা দৃশ্যকে মনে হয় জীবন্ত।

পাঠকের মতামত

ভাসানী নভোথিয়েটার ঠিক আছে, ২০০৭ সালে, এই নামেই ছিলো, আমি ভিজিট করেছিলাম।

আজাদ ভাই
৩০ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৩:০৫ পূর্বাহ্ন

বাংলাদেশ অথবা ঢাকা নভোথিয়েটার রাখা হউক। তাহলে আর পরিবর্তনের প্রয়োজন হবেনা মনে হয়।

M.S Islam
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১:৫৩ অপরাহ্ন

ভাসানী নভোথিয়েটার

ম্যাক
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১:২৯ অপরাহ্ন

Hazrat Shahjalal novo theatre

Mohammad Zillur Rahm
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১০:২৫ অপরাহ্ন

নাম পরিবর্তন সংস্কৃতি চলমান থাকবে। আপনি যদি বর্তমান নাম পরিবর্তন করে নতুন নাম দেন, বর্তমানের ক্ষমতাসীনরা পরিবর্তিত হলে নতুন নাম ও পরিবর্তন হবে, এটা ধরে নিতে পারেন। বাংলাদেশে যখনই কোনো কিছু অপরিবর্তনীয় মনে হবে তখনই পরিবর্তন টা হয়, এদেশের ইতিহাস সেই সাক্ষ্য দেয় ।

নোমান খালেদ চৌধুরী
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ৭:১১ অপরাহ্ন

Please make the name BHASANI NOVOTHEATRE.

SUDIP KUMAR SARKER.
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ৭:০৩ অপরাহ্ন

মাষ্টারমাইন্ড নভোথিয়েটার নাম হলে কারো সমস্যা হওয়ার কথা না।

স্বদেশে প্রবাসী
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ৬:৪৩ অপরাহ্ন

ডক্টর কুদরত ই খুদা নভোথিয়েটার । কারণ উনি দেশের বিজ্ঞানের জন্য অনেক বই লিখেছেন, গবেষণা করেছেন।

Shamsul Alam
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ৪:০৫ অপরাহ্ন

পূর্বের নামে অর্থাৎ ভাসানী নভোথিয়েটার করা হোক

আোঃ আজহার হোসেন
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ৩:৪৭ অপরাহ্ন

বর্তমান নামটি ঠিক আছে। এইসব পরিবর্তে খেলা দেশ কে ধ্বংস করে দিবে। এসব বন্ধ হোক।

ম রহমান
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ২:০৭ অপরাহ্ন

এই একটা কাজে আমাদের দেশের আমলারা অনেক পারঙ্গম। সরকার বদলের সঙ্গে সঙ্গে নিজেদেরকে ক্ষমতাসীনদের সাচ্চা লোক প্রমাণের এইসব অপ্রয়োজনীয় সংস্কার কাজ করতে উঠেপড়ে লেগে যায়। এগুলো আমাদের জাতীয় দেউলিয়াপনার উদাহরণ। সরকার বদলের সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের এ অপসংস্কৃতি বন্ধ হওয়া উচিত।

প্রকাশে অনিচ্ছুক
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১২:২২ অপরাহ্ন

ভাসানী নভোথিয়েটার নামটাই জনপ্রিয়তার শীর্ষে।

মোঃ সাইফুল হক
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১২:০৮ অপরাহ্ন

বঙ্গকন্টু আউট - কাউরে আবার ইন কইরেন না

জনতার আদালত
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ৯:১৫ পূর্বাহ্ন

ভাসানী নভোথিয়েটার নামটাই জনপ্রিয়তার শীর্ষে। তাছাড়া ভাসানীর নাম নিয়ে কোন দলেরই টানাটানি করা উচিৎ না।

Sumon
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ৩:২৫ পূর্বাহ্ন

ডক্টর কুদরত ই খোদা নভোথিয়েটার .

ostrich
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ২:১৮ পূর্বাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status