বিনোদন
কক্সবাজারে ‘বলী: দ্য রেসলার’
স্টাফ রিপোর্টার
২৫ জানুয়ারি ২০২৫, শনিবারনাসির উদ্দিন খান অভিনীত বুসানের সেরা পুরস্কারজয়ী ‘বলী: দ্য রেসলার’ সিনেমা এবার প্রদর্শিত হবে কক্সবাজারের বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালে। আগামী ২৯-৩১শে জানুয়ারি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের মারমেইড বিচ রিসোর্টে আয়োজিত হতে যাচ্ছে এই ফেস্টিভ্যাল। ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত সিনেমাটি ইতিমধ্যে প্রদর্শিত হয়েছে সাংহাই, টরন্টো, লস অ্যানজেলেস ও বার্সেলোনা শহরে।