বিনোদন
দীর্ঘদিন পর
স্টাফ রিপোর্টার
৩ আগস্ট ২০২২, বুধবার
ঢালিউডের জনিপ্রয় নায়িকা মাহিয়া মাহি। অনেকদিন ধরেই তিনি নেই পর্দায়। ব্যক্তিজীবন নিয়ে কয়েকবার আলোচনায় এলেও সিনেমায় দেখা মিল ছিল না তার। মাহি ভক্তদের জন্য সুখবর হচ্ছে, বিরতি কাটিয়ে তিনি আবারো পর্দায় ফিরতে যাচ্ছেন। আগামী ৩ মাসের মধ্যেই মুক্তি পাবে তার দু’টি সিনেমা। এগুলো হলো, ‘আশীর্বাদ’ ও ‘যাও পাখি বলো তারে’। দু’টি সিনেমাই পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। ‘আশীর্বাদ’ সিনেমায় মাহিয়া মাহির সঙ্গে অভিনয় করেছেন জিয়াউল রোশান। এ ছাড়াও আছেন কাজী হায়াত, রেহানা জলি, শাহনূর, হারুন রশিদ প্রমুখ। এটি মুক্তি পাবে আগামী ১৯শে আগস্ট। এ উপলক্ষে শুরু হয়েছে প্রচারণা। সেটার অংশ হিসেবে গত সোমবার প্রকাশ করা হয় সিনেমাটির ফার্স্টলুক। অন্যদিকে ‘যাও পাখি বলো তারে’ সিনেমায় মাহিয়া মাহির সঙ্গে আছেন শিপন মিত্র ও আদর আজাদ। এটি মুক্তি পাবে আগামী ৭ই অক্টোবর। এর আগে সেপ্টেম্বরে শুরু হবে সিনেমাটির প্রচারণা। এদিকে গত বছরই তৃতীয় বিয়ে করে নতুন সংসার শুরু করেন মাহিয়া মাহি। ২০২১ সালের ১৩ই সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে ঘর বাঁধেন। বিয়ের পর থেকে সুখেই সংসার করে যাচ্ছেন নায়িকা। স্বামীর সঙ্গে মক্কায় গিয়ে ওমরাহ করেও এসেছেন। সিনেমা থেকেও কিছুটা দূরে সরে গেছেন। ফলে গুঞ্জন ছড়ায়, অচিরেই হয়তো সিনেমা ছেড়ে দেবেন এ নায়িকা।