বিনোদন
‘আমাকে যে সম্মান দেয়া হলো তার জন্য ধন্যবাদ’
স্টাফ রিপোর্টার
২০ জানুয়ারি ২০২৫, সোমবার
২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার অভিনীত ‘আগন্তুক’ সিনেমা। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা বিপ্লব সরকার। শনিবার জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সিনেমাটির প্রদর্শনী শুরু হয়। তার আগে সিনেমার শিল্পী, কলাকুশলীদের নিয়ে মঞ্চে ওঠেন বিপ্লব। ‘আগন্তুক’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার। শারীরিক অবস্থা খুব বেশি ভালো নেই তার, হাঁটতে কিছুটা সমস্যা হয়। তবুও এদিন দাম্পত্য সঙ্গী রামেন্দু মজুমদার ও কন্যা ত্রপা মজুমদারকে নিয়ে প্রদর্শনীতে উপস্থিত হন তিনি। ‘আগন্তুক’-এর অন্য শিল্পী কলাকুশলীদের সঙ্গে মঞ্চেও ওঠেন ফেরদৌসী মজুমদার। পরিচিতি পর্ব শেষে নির্ধারিত সময়ের ১০ মিনিট পর শুরু হয় ‘আগন্তুক’ প্রদর্শনী। পুরো ছবিটি দর্শকের সঙ্গে বসে উপভোগ করেন ফেরদৌসী মজুমদার। এই শো’টি ছিল রীতিমতো হাউজফুল। ৮১ মিনিট ব্যাপ্তির এই সিনেমা শেষে দর্শকদের সঙ্গে কথা বলেন নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। এ সময় ফেরদৌসী মজুমদার বলেন, আমিও প্রথমবার সিনেমাটি দেখলাম। ছবিটি একটু ধীর, এ ছাড়া সবই খুব দারুণ লেগেছে। ক্যামেরার কাজ, অভিনয়, বিপ্লবের পরিশ্রম- সবই সিনেমায় ফুটে উঠেছে। আমাকে যে সম্মান দেয়া হলো, তার জন্য বিপ্লব ও তার পুরো টিমকে ধন্যবাদ জানাই। আশা করবো, আমি না থাকলেও আগামীতে বিপ্লব আরও ভালো কাজ আমাদের উপহার দেবে। ২০২৩ সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছিল ‘দ্য স্ট্রেঞ্জার’ (আগন্তুক)। প্রথমবার বড় পর্দায় ঢাকার দর্শক দেখলো এই ছবিটি। সাধারণ দর্শকও সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। ফেরদৌসী মজুমদার ছাড়াও ‘আগন্তুক’-এ অভিনয় করেছেন- শাহানা রহমান সুমী, রতন দেব, ইহান রশীদ, সালমান রহমান প্রমুখ।