দেশ বিদেশ
তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলা গেলে আগামীর চিত্র পাল্টে যাবে- ফখরুল
মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৫, শনিবার
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যেন হিংসা, বিভেদ ভুলে সকলে মিলে নতুন একটা বাংলাদেশ গড়তে পারি। আমরা অনেক দূর এগিয়েছি। আমাদের আরও অনেক দূর যেতে হবে। এজন্য মেধাবীদের নেতৃত্ব দিতে হবে। মেধাবী তরুণদের নেতৃত্ব দেয়ার সময় এসেছে। তরুণ প্রজন্ম প্রযুক্তিতে খুবই এক্টিভ। তাদের সঠিকভাবে গড়ে তোলা গেলে আগামীর বাংলাদেশের চিত্র পাল্টে যাবে।
গতকাল বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডালি আম্বার্স নামের একটি রিসোর্টে ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়নে তিনি এসব বলেন। ফখরুল বলেন, ফ্যাসিস্টকে দূর করতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান করতে হয়েছে। সেখানে অনেক রক্তপাত হয়েছে। তরুণ প্রজন্মই পারে সকল বৈষম্য দূর করতে। সকল স্তরে বৈপ্লবিক পরিবর্তন আনতে। এ ছাড়াও সমাজের সকল অসঙ্গতি দূরীকরণে তরুণদের বিকল্প নেই। বিএনপি’র মহাসচিব বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থী হিসেবে গর্ববোধ করি। আমি সে কলেজের শিক্ষকও ছিলাম। মূলত এ কলেজ থেকেই আমার রাজনীতি শেখা। সে সময়ে যে অভিজ্ঞতা, সেটা আমার জন্য বিরাট পাথেয় হয়েছে।
ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজক কমিটির আহ্বায়ক ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সাংবাদিক মো. শফিক রেহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর চৌধুরীসহ কলেজটির প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ঢাকা কলেজ গ্র্যান্ড রিইউনিয়ন-২০২৫ কে কেন্দ্র করে রিসোর্টটি মিলন মেলায় রূপ নেয়। দিনব্যাপী খাওয়া-দাওয়া আনন্দ-ফুর্তি ছাড়াও কনসার্টে সংগীত পরিবেশন করেন সুনামধন্য শিল্পীরা।
পাঠকের মতামত
Our senior politicians must teach the young generations how to live without extortion How to be away from to be culture of chada.
শহীদ জিয়াউর রহমান ছিলেন শুধু স্বাধীনতার ঘোষকই নন, বাংলাদেশের বহু দলীয় গণতান্ত্রিক রাজনীতির প্রতিষ্ঠাতা । তিনি তাঁর মাত্র পাঁচ বছরের শাসন আমলে তাঁর বহুল প্রসংশিত উৎপাদনের রাজনীতির মাধ্যমে দেশে স্বনির্ভরতার ভিত্তি স্থাপন করেন। যে বাংলাদেশ ছিল "তলা বিহীন ঝুড়ি" তা সেখান থেকে যে আজকের উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হতে যাচ্ছে এর পেছনে শহীদ জিয়ার সেদিনের উৎপাদনের রাজনীতির অবদান অনস্বীকাৰ্য। বিনপির দরকার ১৯৭৮ সালের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যাবস্থার পক্ষে যাওয়া। তাতে জনগণের সাথে সরকারের ঘনিষ্টতা বাড়বে। এছাড়া, দলে দেশের তরুণ, মেধাবীদের আকৃষ্ট করে নেতৃত্বে জায়গা করে না দিলে চলতি দশকেই নেতৃত্ব শুন্যতায় পড়বে এই জনপ্রিয় দলটি। বর্তমানের সব অভিজ্ঞ ও ত্যাগী নেতারা সবাই বয়স ভারে আক্রান্ত। এব্যাপারে দৃষ্টি প্রদান করতে হবে।
রাজনীতিবিদরা সঠিক পথে পরিচালিত হলে আগামীর চিত্র পাল্টে যাবে।
তরুণ প্রজন্মকে গড়ার আগে আপনি নিজেকে মরার আগে আরেকবার ঢেলে সাজান। আপনাকে সঠিকভাবে গড়া হয় নি বিধায় এখনো পর্যন্ত ইন্ডিয়ান খোঁয়াড় থেকে এখনো পর্যন্ত আপনার মুখটাকে সরানো যায় নি।