বিনোদন
নয়া রূপে পর্দায় পলাশ
স্টাফ রিপোর্টার
১৮ জানুয়ারি ২০২৫, শনিবার
হাল সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। বিশেষ করে ব্যাচেলর পয়েন্টের ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান তিনি। এবার নয়া রূপে পর্দায় ফিরছেন পলাশ। জানা গেছে, খালিদ হয়ে নাটকপ্রেমীদের মনে ঝড় তুলতে আসছেন তিনি। এই চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য শিখেছেন ফাইট, শিখতে হয়েছে নাচ। কেননা অ্যাকশন হিরো হিসেবে সিনেম্যাটিকভাবেই দেখা যাবে পলাশকে। নাটক প্রসঙ্গে অভিনেতা বলেন, তানিম রহমান অংশুর নির্মাণে নতুন একটা ওয়েব ফিল্মে কাজ করলাম। চরিত্রের নাম খালিদ। সিনেমাটিতে অভিনয় করতে গিয়ে নিজেকে বদলেছি আমি। যারা আমাকে কাবিলা পলাশ হিসেবে চেনে, তারা আমাকে এখানে সেই চরিত্র কিংবা সেই টোন পাবে না। পলাশ বলেন, এটি একটি সিনেম্যাটিক ড্রামা। যেখানে আমাকে দেখা যাবে অ্যাকশন হিরো হিসেবে। শুধু এই চরিত্রের ভেতর প্রবেশ করতে গিয়ে অনেকটা সময় নিয়েছি আমি। শিখতে হয়েছে ফাইট, শিখেছি নাচ। তিনি আরও বলেন, ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক দিয়ে যে জনপ্রিয়তা আমি পেয়েছি সেটাকে আমি কখনোই ক্যাশ করতে চাইনি। যখন অভিনয় শুরু করেছি, তখন চেয়েছি অভিনেতা হতে। অভিনেতা হতে গিয়ে আমি বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না। এ কারণে সুযোগ থাকা সত্ত্বেও অনেক কাজ করিনি।