ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাবান ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

দক্ষিণ সুরমায় ডিজিটাল প্রিপেইড মিটার নিয়ে দুর্ভোগে হাজারো গ্রাহক

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১২ জানুয়ারি ২০২৫, রবিবার

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ বিভাগের দুর্নীতিবাজ কিছু আমলাদের পকেট ভারী করার জন্য চালু হয় ডিজিটাল প্রিপেইড মিটার। অনুন্নত ব্যাটারিযুক্ত নিম্নমানের এসব মিটার দিয়ে চলছে হয়রানির মহোৎসব। রাত ৩টা বা ৪টায় হঠাৎ মিটারের কার্ডের টাকা শেষ হলে অন্ধকারে থাকতে হয়। গভীর রাতে কার্ডে টাকা লোড দেয়া যায় না। তা ছাড়া বিদ্যুৎ অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে টাকা পে করতে গিয়ে ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। পূর্বের এনালগ মিটার বহাল রেখে বিদ্যুতের রিডিং সঠিকভাবে হিসেব করে বিল প্রদান বা পরিশোধে কোনো ঝামেলা থাকার কথা নয়, ডিজিটাল প্রিপেইড মিটার অনেকের গলার কাঁটা হয়ে উঠেছে। শুক্রবার রাত ৮ টায় দক্ষিণ সুরমার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক সভায় উপরোক্ত কথাগুলো বলেন বক্তারা। সিলেট সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ডের কদমতলী এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও মুরুব্বী এম এ মন্নানের সভাপতিত্বে ও এডভোকেট মামুন হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ভার্থখলা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক এম সিরাজ উদ্দিন, ঝালোপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শাহ জুনেদ আহমদ, সাবেক ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম আহমদ রনি, কদমতলীর বাসিন্দা সাবেক সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইছাক মিয়া, বিএনপি নেতা মকবুল হোসেন, বিএনপি নেতা আব্দুল হাই, সমাজসেবী দুলাল আহমদ, মির্জা আলী আশরাফ,  বিএনপি নেতা আব্দুস সাত্তার মামুন, মির্জা আব্দুল জলিল। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মঈন উদ্দিন, আসাদ আহমদ, আবির আহমদ, আলম খান, শাহ মতিউর রহমান শাহজাহান, ইশতিয়াক আহমদ, জাবেদ হোসেন, মো. হাজী মখলিছ মিয়া, শামসুল ইসলাম মাসুম, মির্জা নজির মিয়া, সাবলু আহমদ, কাইয়ুম আহমদ, কদমতলী ওভারব্রিজ পূর্ব পশ্চিম ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক এম এ মালেক, সমাজসেবী আফছর উদ্দিন, বাবলু হোসেন হৃদয়, আতিকুর রহমান ফরহাদ, মেহেদী হাসান সাজাই, মঈনুল ইসলাম, শওকত আহমদ, শামীম আহমদ, আব্দুল গনি, মনছুর আলী মাছুম, সুজন আহমদ, মাসুম আহমদ, পাপ্পু আহমদ, রিপন আহমদ, মাসুদ আহমদ, সাদ্দাম আহমদ, সামাদ আহমদ, সজিব আহমদ, এআর রাজু, মুন্না আহমদ প্রমুখ। 
 

পাঠকের মতামত

টাকা শেষ হলে,টাকা জমা দেয়ার সময় দিন। ভাল বেটারি দিন

mozammel hossain
১২ জানুয়ারি ২০২৫, রবিবার, ২:০৮ অপরাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status