দেশ বিদেশ
‘মিয়ানমার সংকট সমাধানে প্রধান অগ্রাধিকার দেবে মালয়েশিয়া’
আরিফুল ইসলাম, মালয়েশিয়া থেকে
১১ জানুয়ারি ২০২৫, শনিবারমালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বলেছেন, ‘আসিয়ানের নেতৃত্বে মালয়েশিয়ার চেয়ারম্যানশিপের সময় প্রধান অগ্রাধিকার হবে মিয়ানমার সংকটের সমাধান।’
দেশটির ‘নিউ স্ট্রেইটস টাইমস’ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আসিয়ানকে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক ব্লক হিসেবে প্রতিষ্ঠিত করতে শান্তি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং কার্যকর নীতি অত্যন্ত জরুরি। মিয়ানমারের পরিস্থিতি সমাধান এই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ। আসিয়ানের ভবিষ্যৎ উন্নয়ন এবং বৈশ্বিক প্রভাব বৃদ্ধির জন্য আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অপরিহার্য।
২০২৫ সালে মালয়েশিয়া ‘অন্তর্ভুক্তি এবং স্থায়ীত্ব’ থিমের অধীনে আসিয়ানের নেতৃত্ব গ্রহণ করেছে। এই সময়ে ৩০০ এর বেশি সম্মেলন ও বৈঠক আয়োজন করবে মালয়েশিয়া। এরমধ্যে রয়েছে আসিয়ান অর্থনৈতিক মন্ত্রীদের রিট্রিট, আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলন।
লাওস থেকে দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া আশা প্রকাশ করেছে যে, আসিয়ানের নেতৃত্বে তারা আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সক্ষম হবে। আসিয়ানের ইতিহাসে পঞ্চমবারের মতো নেতৃত্বে দিচ্ছে মালয়েশিয়া। এর আগে ১৯৭৭, ১৯৯৭, ২০০৫ ও ২০১৫ সালে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করেছিল দেশটি।