বিনোদন
শিরোপা হারালেন বেনেজাম
বিনোদন ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫, শনিবার‘মিস ইউনিভার্স আর্জেন্টিনা ২০২৪’ প্রতিযোগিতা নিয়ে জালিয়াতির অভিযোগ এনেছিলেন আর্জেন্টাইন মডেল মাগালি বেনেজাম। যার ফলে তার শিরোপা প্রত্যাহারের ঘোষণা করেছে মিস ইউনিভার্স অর্গানাইজেশন। সম্প্রতি সংস্থাটি এক বিবৃতিতে জানায়, মিস মাগালি বেনেজামের সাম্প্রতিক মন্তব্য পর্যালোচনার পর এবং আমাদের মূল নীতির ভিত্তিতে তার মিস ইউনিভার্স আর্জেন্টিনার খেতাব প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।