বিনোদন
ঢাকায় কাভিশের কনসার্ট স্থগিত
স্টাফ রিপোর্টার
১১ জানুয়ারি ২০২৫, শনিবারচলতি মাসের ১০ ও ১১ তারিখ রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ঢাকা ড্রিমস: কাভিশ লাইভ ইন কনসার্ট’ এর আয়োজনের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে কনসার্টটি স্থগিত করে দেয় আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় নির্ধারিত সময়ে কনসার্টটি না হলেও নতুন দিনক্ষণে বাংলাদেশে গাইবে পাকিস্তানের দলটি। তাদের সঙ্গে থাকবে দেশের একাধিক দল ও শিল্পী। কনসার্টটি সেনা প্রাঙ্গণেই আগামী ২৪ ও ২৫শে জানুয়ারি অনুষ্ঠিত হবে।