বিনোদন
ডাইনির গল্প ‘বেসুরা’
স্টাফ রিপোর্টার
৮ জানুয়ারি ২০২৫, বুধবারসূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা হবে; তাও যদি ছোট মেয়ের গলায় সুর না আসে, তাহলে তার বাকি জীবন কাটাতে হবে কসাইয়ের ঘরে। এমন সময় ছোট মেয়ের কণ্ঠে উচ্চারিত হয় ডাইনির কথা। চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’এর শেষ পর্ব ‘বেসুরা’র ট্রেইলারে এভাবেই দেয়া হয়েছে ঘটনার বর্ণনা। ট্রেইলারের শেষে দেখানো হয়েছে ডাইনির এক ঝলকও। ৬ই জানুয়ারি বিকালে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে ‘বেসুরা’র ট্রেইলার। স্বাভাবিকভাবেই সেখানে প্রকাশ পেয়েছে চরিত্রগুলো। আর তাতে জানা গেছে, এ পর্বে আছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু এবং সংগীতশিল্পী ইসলাম উদ্দিন পালাকার। ‘বেসুরা’য় অভিনয়ের মাধ্যমে সুমাইয়া শিমুর ওটিটিতে অভিষেক হচ্ছে। অন্যদিকে অভিনয়ে প্রথমবার দেখা যাবে সংগীতশিল্পী ইসলাম উদ্দিন পালাকারকে। ৮ই জানুয়ারি রাত ১২টায় চরকিতে প্রকাশ হবে ‘বেসুরা’। সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সুমাইয়া শিমু বলেন, ওটিটিতে এখন ভালো কাজ হচ্ছে। বড় পরিসরে, ভালোমানের কাজ দেখি প্রায়ই। আমি যে ধরনের কাজ করতে চাই, ‘২ষ’ তেমন একটি কাজ। এর গল্প ভিন্ন, নুহাশ হুমায়ূন প্রমিজিং পরিচালক, চরকি একটা ভালো প্ল্যাটফরম। সবকিছু মিলিয়ে মনে হয়েছে কাজটা ভালো হবে।