বিনোদন
প্রযোজক পড়শী
স্টাফ রিপোর্টার
৬ জানুয়ারি ২০২৫, সোমবারগান আর অভিনয়ের বাইরে এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন সাবরিনা পড়শী। নাম লেখাচ্ছেন প্রযোজনায়। প্রযোজক পড়শীর দেখা মিলবে আসন্ন রোজার ঈদে। বর্তমানে চলছে গল্প লেখার কাজ। নাটকটি নির্মাণ করবেন মহিদুল মহিম। এ ছাড়া আসছে ভালোবাসা দিবসে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মহিদুল মহিম ও মাহমুদুর রহমান হিমির তিনটি নাটকে দেখা যাবে তাকে। নাটকগুলোতে পড়শীর জুটি হচ্ছেন তৌসিফ মাহবুব ও জোভান।