বিনোদন
২৩শে সেপ্টেম্বর মুক্তি ‘অপারেশন সুন্দরবন’
স্টাফ রিপোর্টার
৩১ জুলাই ২০২২, রবিবার
কক্সবাজারে ঘটা করে উন্মোচন করা হয়েছে সুন্দরবনে র্যাবের অভিযান নিয়ে অ্যাকশন সিনেমা ‘অপারেশন সুন্দরবনের’ ট্রেইলার। গত শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে উন্মুক্ত মঞ্চে ট্রেইলার উন্মোচন অনুষ্ঠান আয়োজন করে র্যাব-১৫। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। সিনেমাটি আগামী ২৩শে সেপ্টেম্বর মুক্তি পাবে বলে অনুষ্ঠানে ঘোষণা দেয়া হয়। ছবির পরিচালক দীপংকর দীপন, অভিনয়শিল্পী রিয়াজ আহমেদ, নুসরাত ফারিয়া, রাইসুল আহমেদ আসাদ, সিয়াম আহমেদ, রোশানাসহ কলাকুশলীরা অনুষ্ঠানে ছিলেন।