বিনোদন
রুবাইয়াত-রাজার কণ্ঠে ‘মেহেবুবা’
স্টাফ রিপোর্টার
৯ ডিসেম্বর ২০২৪, সোমবারনতুন গান নিয়ে হাজির হচ্ছেন রুবাইয়াত জাহান এবং রাজা ক্যাশেফ। গানের শিরোনাম ‘মেহেবুবা’। হাবিব রহমানের পরিচালনায় হিন্দি এবং বাংলা ভাষায় নির্মিত হচ্ছে এই গানের মিউজিক ভিডিও। ইতিমধ্যে এফডিসিতে গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে। এতে মডেল হিসেবে রয়েছেন সাজ্জাদ চৌধুরী এবং প্রিয়া অনন্যা। খুব শিগগিরই টি-সিরিজের ব্যানারে প্রকাশ পাবে গানটি।