বিনোদন
বাবা হারালেন সামান্থা
বিনোদন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন
শুক্রবার থেকে শুরু হয়েছে সামান্থা রুথ প্রভুর প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের বিয়ের অনুষ্ঠান। এমন দিনে মুম্বইয়ে ছিলেন সামান্থা। প্রাক্তন স্বামীর বিয়ের উদ্যাপনের মাঝেই দুঃসংবাদ দিলেন অভিনেত্রী। মারা গেছেন অভিনেত্রীর বাবা জোসেফ রুথ প্রভু। বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী লিখেন, বাবা যত দিন না ফের আমাদের দেখা হয়!
এদিকে জীবনের একটা সময়ে পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ে অভিনেত্রীর। যদিও পরবর্তী সময়ে নিজেকে প্রতিষ্ঠিত করার পরে কাছাকাছি আসেন। বৃহস্পতিবার রাতে সামান্থাকে দেখা গিয়েছিল মুম্বইয়ের এক রেস্তরাঁয়। সেখানে ‘সিটাডেল হানি বানি’র সাফল্য উদ্যাপন করছিলেন তিনি। সহ-অভিনেতা বারুণ ধাওয়ানের সঙ্গে নাচতেও দেখা যায় তাকে। কিন্তু শুক্রবার বেলা গড়াতে না গড়াতেই এই দুঃসংবাদ পান তিনি। এর আগে এক সাক্ষাৎকারে বাবার প্রসঙ্গে সামান্থা জানিয়েছিলেন, তার বাবা কখনওই তাকে মাথায় তোলেননি। পরীক্ষায় প্রথম হলেও বলে এসেছেন, এটাই সাধারণত করে থাকে সকলে। তাই নিজেকে ভাল ভাবার বা অন্যদের থেকে আলাদা ভাবার অবকাশ পাননি। বাবাই তাকে মাটির সঙ্গে জুড়ে থাকতে সাহায্যে করেছেন।