বিনোদন
ব্যক্তিগত জীবন নিয়ে যা বললেন লামিমা
স্টাফ রিপোর্টার
৩০ নভেম্বর ২০২৪, শনিবারনির্মাতা কাজল আরেফিন অমির হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন লামিমা লাম। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের মধ্যদিয়ে বেশ আলোচনায় আসেন তিনি। এরপর একে একে বিভিন্ন নাটক-সিরিজে কাজ করেছেন। সম্প্রতি নির্মাতা জিন্নাহর ‘টাকার মেশিন’ নামে একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন তিনি। কাজের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ ভক্ত-অনুরাগীদের। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। যেখানে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি যেখানেই যাই সবাই আমার বিয়ে নিয়ে প্রশ্ন করেন। এমনকি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এ কোয়েশ্চন’ পোস্ট করলে অর্ধেক প্রশ্নই আসে আমি কবে বিয়ে করবো! এটার উত্তর এখনি দেয়া যাবে না। কারণ আমি নিজেই জানি না। আসলে আল্লাহ্ আমার কপালে যেদিন বিয়ে রেখেছেন, ওইদিনই হবে। উল্লেখ্য, অল্প কয়েক বছরের মধ্যেই ক্যারিয়ারে বেশ কিছু নাটক ও ওয়েব ফিল্মে কাজ করেছেন লামিমা। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘ঠাণ্ডা’, ‘আমাদের ডিভোর্স’, ‘এক্স যখন নার্স’ ‘গুড বাজ’, ‘লতা অডিও’ ইত্যাদি। এ ছাড়া ‘অসময়’, ‘হোটেল রিল্যাক্স’, ‘ফিমেল ২’, ‘দই’সহ কিছু ওটিটি কনটেন্টে অভিনয় করেছেন লামিমা।