বিনোদন
ফারিয়ার ক্ষোভ
স্টাফ রিপোর্টার
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবারঅভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি তার নামে একটি ভুয়া পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে অন্তর্বর্তী সরকারকে নিয়ে সমালোচনা করা হয়েছে। তাতে উল্লেখ করা হয় হাসিনা সরকারের আমলে কোনো পোস্ট ডিলিট করতে হয়নি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ফারিয়া। নিজের ভেরিফায়েড পেজে সেই ভুয়া পোস্টের ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেন, আমি এ ধরনের কোনো স্ট্যাটাস পোস্ট করিনি। এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আওয়ামী লীগ সরকারের শাসনামলে গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে উল্লেখ করে এ অভিনেত্রী লিখেন, ‘আপনাদের অবস্থা এত খারাপ যে, এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালায় নিজেদের কথা বলতে হচ্ছে। আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি, তারা প্লিজ খুশি হবেন না।’ তিনি আরও লিখেন, আগে স্ট্যাটাস দেয়ার ৫ মিনিটে কল চলে আসতো, আপা ডিলিট করেন, সমস্যা হবে। এখন অন্তত সেটা হয় না।