বিনোদন
আসছে ‘নয়া মানুষ’
বিনোদন ডেস্ক
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার
আসছে মৌসুমী হামিদ অভিনীত সিনেমা ‘নয়া মানুষ’। সোহেল রানা বয়াতির নির্মিত এটি প্রথম সিনেমা। বানভাসি মানুষের গল্পে সাজানো, চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে এটি নির্মিত হয়েছে। এতে মৌসুমীর সঙ্গে পর্দায় থাকছেন রওনক হাসান এবং শিশুশিল্পী ঊষশী।