বিনোদন
‘একটা জাতি চোখ থাকিতে অন্ধের মতো’
স্টাফ রিপোর্টার
১১ নভেম্বর ২০২৪, সোমবারঅভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। নিজের মনের কথাগুলো তুলে ধরেন ভক্ত-দর্শকদের কাছে। তারই ধারাবাহিকতায় এবার তিনি লিখলেন, বাঙালির স্বভাব ও আচরণ নিয়ে। এক পোস্টে আফজাল লেখেন, আজ-কালকের মানুষেরা নিজেদের বিচারে নিজেরাই ঠিক করে নেয়, কারা ভালো আর মন্দ কারা। শুধুমাত্র নিজের, নিজ গোষ্ঠী ও নিজের স্বার্থের মানুষদের ভালো মনে করে। যত দোষ নন্দ ঘোষের মতো, অন্যদের খুবই খারাপ ভাবে। ভাবে, তাদের দোষেই দেশ-সমাজ-মানুষ সবই যাচ্ছে রসাতলে। এই অভিনেতা লিখেন, অর্ধশত বছরেরও বেশি সময় ধরে একটা জাতি চোখ থাকিতে অন্ধের মতো। তারা যেটা দেখতে চায় সেটা দেখে, যা দেখতে চায় না- দেখে না। তারা বুঝেও নিজ নিজ সুবিধামতো। খুশি হওয়া উচিত হবে না মনে করে খুশি হওয়ার মতো বিষয়েও মুখ বেজার করে থাকে। স্বার্থপর চিন্তা, চরিত্র কারও ভালো ডেকে আনে না। আফজাল হোসেন আরও লেখেন, পিছন ফিরে তাকালে নিজেদের স্বভাবের মন্দ দিকটা স্পষ্ট দেখা যায়। দেশে বিশেষ হয়ে উঠবার একঘেয়ে ফর্মুলা হচ্ছে- আমি ভালো, তুমি খারাপ। দেশটা স্বাধীন হওয়ার পর থেকে যারা যারাই শাসনক্ষমতায় এসেছে- টিকিয়ে রেখেছে ওই একটাই ভাব, বিশ্বাস, মন্ত্র- আমি ভালো তুমি খারাপ।
আর তুমি যে কত বড় ভালা মানুষ তা আমরা ভালই মনে আছে