বিনোদন
আইটেম গানে শ্রীলীলা
বিনোদন ডেস্ক
১১ নভেম্বর ২০২৪, সোমবার‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে কোমর দুলিয়ে ‘উ আন্টাভা’ গানে নেচে বিশ্ব জুড়ে আলোচনায় এসেছিলেন সামান্থা রুথ প্রভু। তবে এবার আর ‘পুষ্পা-২’ সিনেমায় তাকে দেখা যাবে না। সাড়া জাগানো এই সিনেমার সিক্যুয়েলের আইটেম গান কে মাতাবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল নানান জল্পনা-কল্পনা। এবার জানা গেল ‘পুষ্পা-২’ সিনেমার আইটেম গানে কোমর দোলাতে আসছেন দক্ষিণের আর এক সুন্দরী তেলেগু, কন্নড় সিনেমার নায়িকা শ্রীলীলা। ইতিমধ্যে এই আইটেম গানের শুটিং সেটের একটি ছবি ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে শ্রীলীলাকে। অভিনেত্রীর পরনে রয়েছে সোনালি কাজ করা কালো পোশাক। অন্যদিকে আল্লুর লাল পোশাকে ফ্লোরাল ডিজাইন। যদিও ছবিটি আসল না নকল তা নিয়েও বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। তবে তা শ্রীলীলার এক ফ্যানপেজ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। আর ক্যাপশনে দাবি করা হয়েছে, এটি ‘পুষ্পা-২: দ্য রুল’ সিনেমার গানের শুটিংয়ের দৃশ্য। এর আগে এক সাক্ষাৎকারে পরিচালক সুকুমার জানিয়েছিলেন, ‘পুষ্পা-২’ সিনেমার আইটেম গানে কোনো পরিচিত মুখের বদলে নতুন মুখ আনতে বেশি আগ্রহী পরিচালক। সেসময় থেকেই গুঞ্জন ওঠে তেলেগু সিনেমার জগতের উদীয়মান অভিনেত্রী শ্রীলীলা এই দৌড়ে এগিয়ে আছেন।