বিনোদন
‘আমার প্রতিযোগিতা নিজের সঙ্গেই’
স্টাফ রিপোর্টার
১১ নভেম্বর ২০২৪, সোমবারচ্যানেল আই ক্ষুদে গানরাজ থেকে গানের জগতে যাত্রা শুরু হয় হাল সময়ের জনপ্রিয় গায়িকা সাবরিনা পড়শীর। এরপর একে একে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দেন। আরফিন রুমী, ইমরান, জুয়েল মোর্শেদদের সঙ্গে জুটি বেঁধে সফলতা তুলে নেন। পড়শীর কণ্ঠের একক গানগুলোও শ্রোতাপ্রিয় হতে থাকে। যদিও বর্তমানে বেশ বেছে গান করছেন পড়শী। তবে শুধু গানেই নয়, নাটকে অভিনয় করেও সফলতা পেয়েছেন এ গায়িকা। জোভান, ফারহানদের সঙ্গে জুটি বেঁধে যে ক’টি নাটকে অভিনয় করেছেন, তার সবক’টি দর্শকপ্রিয়তা পেয়েছে। মূলত উৎসবভিত্তিক নাটকেই দেখা মেলে পড়শীর। এদিকে পড়শী বর্তমানে ব্যস্ত সিনেমা, নাটক, অডিও গান রেকর্ডিং নিয়ে। পাশাপাশি স্টেজ শো করছেন। দ্রুতই নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। ইমরানের সঙ্গে পড়শীর গাওয়া বেশকিছু গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে অতীতে। এবার ‘কথা একটাই’ শিরোনামের নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এ জুটি। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীতও ইমরানের করা। গানটি মূলত প্রকাশ হবে পড়শীর ইউটিউব চ্যানেলে। এর মিউজিক ভিডিওর শুটিং হয়েছে কয়েকদিন আগে। এতে ইমরান-পড়শীর রসায়ন ফের দেখতে পাবেন দর্শক। গানটি অবমুক্ত করা হবে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে। পড়শী বলেন, যেকোনো কাজের ক্ষেত্রেই চেষ্টা থাকে আগের কাজটিকে ছাড়িয়ে যাওয়ার। মূলত আমার প্রতিযোগিতা থাকে নিজেরই সঙ্গে। সেদিক থেকে এ গানটিও সবার ভালো লাগবে বলে বিশ্বাস। নাটকে অভিনয় বিষয়ে পড়শী বলেন, নাটক করতেই হবে এমন নয়। তবে আমি যে কাজগুলো করেছি তার মাধ্যমে ভালো সাড়া পেয়েছি। যদি ভালো প্রস্তাব পাই অবশ্যই কাজ করবো।