বিনোদন
ডলির হুঁশিয়ারি
স্টাফ রিপোর্টার
২ নভেম্বর ২০২৪, শনিবারসংগীতশিল্পী ডলি সায়ন্তনী তার ফেসবুকে থাকা প্রায় ৯১ হাজার অনুসারীকে ব্লক করেছেন। আর বিস্ময়কর খবর তিনি নিজেই দিয়েছেন। মূলত বিরক্ত হয়েই এমনটা করেছেন তিনি। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ শিল্পী হুঁশিয়ারি দিয়ে জানান, আমি এই পর্যন্ত ৯০,৮৭০ জনকে ব্লক মেরেছি। যারা আমার পেজকে দেখতে চান না তারা দেখবেন না, প্লিজ। আর কেউ যদি উল্টাপাল্টা মেসেজ করবেন, তো ব্লক খাবেন।