বিনোদন
সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দিলেন আত্নগোপনে থাকা মমতাজ
স্টাফ রিপোর্টার
(৮ মাস আগে) ১৪ অক্টোবর ২০২৪, সোমবার, ১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৬ অপরাহ্ন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী। কেউ বিদেশে চলে যান, কেউ আবার দেশেই গা ঢাকা দেন। আত্মগোপনে থাকাদের মধ্যে একজন সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ৫ আগস্টের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এবার সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এলেন মমতাজ। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সাবেক এই এমপি দেখা দিয়েছেন। তার ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন মমতাজ। এতে তাকে গান গাইতে দেখা গেছে। ভিডিওটি মমতাজ কোথায় ধারণ করেছেন, সে বিষয়ে কিছু জানাননি। তবে কোনো একটি রুমের বিছানায় বসেই ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?- গানটি পরিবেশন করতে দেখা গেছে তাকে। ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে ফেসবুকের কমেন্ট বক্সে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন। শুরু হয় নানা প্রতিক্রিয়া।
পাঠকের মতামত
se bolecilo sohid zia ke cinena babcilo sohid1 jon manuser nam
জনপ্রিয় , সৃজনশীল একজন মানুষ, অত্যন্ত সু গায়ক। বাংলার পরিচিত মুখ। যোগ্যতা বলেই সংসদ সদস্য হয়েছেন। উন্নয়নে ভূমিকা রেখেছেন।
৫০ টাকার নৃত্য করা মেয়ে যদি আমাদের দেশের সংসদ সদস্য হয় তাহলে ভালো কিছু আশা করবেন কিভাবে
কতজন স্বামী সে গ্রহণ করেছে, সেই নিজেই জানে।
আমার খুব দুঃখ হয়,এই ধরনের মানুষ সংসদ সদস্য হন।রাজনৈতিক দৈন্যতা প্রকাশ পেয়েছে এর ফলে,আল্লাহ এর থেকে মুক্তি দিন।
নির্লজ্জ, বেহায়া
গ্রামের রাতের স্টেজের /ঘরের পার্টনার যদি দেশের সংসদে যায়, সে দেশের অবস্থা এমনই হয়. দুর্ভাগ্য আমাদের।
এ দলটি এখন আর রাজনৈতিক দল নাই। এটা এখন টোকাই এর দলে পরিণত হয়েছে।
নির্লজ্জ অনুশোচনাহীন নষ্টাদের দখলে ছিল আওয়ামীলীগ নামের ঐতিহ্যবাহী দলটি ।