বিনোদন
মানুষ বেচাকেনার গল্পে নাটক
স্টাফ রিপোর্টার
১৪ অক্টোবর ২০২৪, সোমবার
একদল শ্রমজীবী মানুষ সূর্য ওঠার আগেই ছুটে যান হাটে। যাদের শ্রম বিক্রি করে চলে সংসার। এই হাটে কেউ আসেন বিক্রি হতে, আবার কেউ মানুষ কিনতে। শ্রমজীবী মানুষ বেচাকেনার এমন অনেক হাট আছে দেশ জুড়ে। সেরকম গল্পের নাটকেই অভিনয় করলেন শামীম হাসান সরকার। নাটকের নাম ‘এখানে মানুষ বিক্রি হয়’। জুয়েল এলিনের রচনায় এটি নির্মাণ করছেন জাকিউল ইসলাম রিপন।