বিনোদন
দিপা গাইবেন দক্ষিণ কোরিয়ায়
স্টাফ রিপোর্টার
১৩ অক্টোবর ২০২৪, রবিবার
চলতি প্রজন্মের কণ্ঠশিল্পী আয়েশা জেবীন দিপা। স্টেজ শো ও নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এদিকে সম্প্রতি দ্বিতীয়বারের মতো দক্ষিণ কোরিয়া সফরে গিয়েছেন তিনি। সেখানে একটি শোতে অংশ নেবেন। আজই দেশটির বহুজাতিক সাংস্কৃতিক উৎসবে গাইবেন দিপা। এ গায়িকা জানান, ২০ দেশের অংশগ্রহণে এই উৎসব প্রতি বছর অনুষ্ঠিত হয়। এর আগে ২০২২ সালেও একই উৎসবে গেয়েছিলেন তিনি। দিপা দক্ষিণ কোরিয়া থেকে মানবজমিনকে বলেন, এটা এমন একটি উৎসব যেখানে ২০ দেশের সাংস্কৃতিক অঙ্গনের মানুষ তাদের দেশকে প্রতিনিধিত্ব করে। লোকসংগীত নিয়ে প্রতিনিধিত্ব করবো আমি, এটা আমার জন্য গর্বের একটি ব্যাপার। আশা করছি খুব ভালোভাবে শো শেষ করতে পারবো। এদিকে অনুষ্ঠান শেষে ১৫ই অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে দিপার। দেশে ফিরেই তিনি ব্যস্ত হবেন নতুন গানে। পাশাপাশি চলবে স্টেজ শো। দিপা বলেন, নতুন একাধিক গানের কাজ রয়েছে সামনে। তাছাড়া সামনেই শীত। স্টেজের মৌসুম। হয়তো টানা ব্যস্ততা যাবে সে সময়টায়।