বিনোদন
পূজায় এলো উত্তমের ৫ গান
স্টাফ রিপোর্টার
১৩ অক্টোবর ২০২৪, রবিবার
এবারের শারদীয় দুর্গাপূজায় এসেছে ‘ভালোবাসার ময়না’ খ্যাত সংগীতশিল্পী উত্তম রায়ের নতুন ৫টি গান। সব গানই মুক্তি পেয়েছে মিউজিক ভিডিও আকারে শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে। এরমধ্যে রয়েছে ৩টি নজরুল সংগীত ও দু’টি মৌলিক আধুনিক গান। গানগুলো শিল্পীর নিজের হোম স্টুডিওতে বানানো। মৌলিক গান দু’টির কথা, সুর ও সংগীত উত্তমের নিজের।