ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

বিনোদন

এলো ফারিণের ‘চক্র’

স্টাফ রিপোর্টার
১১ অক্টোবর ২০২৪, শুক্রবার
mzamin

২০০৭ সালের ১১ই জুলাই ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখলায় রেললাইনে এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে। যে ঘটনায় গোটা দেশে আলোড়ন সৃষ্টি হয়। সেই পরিবারের সুইসাইডের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিরিজ নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এর নাম ‘চক্র’, যা গতকাল মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে। তবে সে রহস্যজনক ঘটনাকে পর্দায় আনার ঘোষণা দেন ভিকি জাহেদ তাও কয়েক বছর আগে। প্রস্তুতি নিয়ে শুটিংয়ে নেমেও বারবার পড়তে হয়েছে বাধার মুখে। নির্মাণ শেষে আবার বাধা সাবেক সেন্সর বোর্ডের। এসব পেরিয়ে অবশেষে মুক্তি পেয়েছে ‘চক্র’। এর অন্যতম চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এমন একটি রহস্যজনক ও সত্য ঘটনার ছায়া অবলম্বনে কাজ করতে পেরে আনন্দিত ফারিণ। রয়েছেন দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায়। এ অভিনেত্রী বলেন, ‘চক্র’ দারুণ একটি কাজ। এমন গল্পে কাজ করে তৃপ্তি আছে। আমরা সবাই তৃপ্তি নিয়েই কাজটি করেছি। তাছাড়া বাস্তব ঘটনার ছায়ায় কাজ করার অনুভূতি অন্যরকম। আমরা যখন শুটিং করেছি তখন সেই ভয়ানক অনুভূতিও হচ্ছিল আমাদের সবার মাঝে। আমার বিশ্বাস কাজটি ভালো লাগবে সবার। এদিকে ফারিণ ছাড়াও অন্যতম একটি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। সিরিজটির নির্মাতা ভিকি জাহেদ বলেন, এটা সরাসরি আদম পরিবারের গল্প না। বলতে পারেন, তাদের মতোই হতভাগা আরেকটি পরিবারের গল্প। ঘটনাগুলো কেন ঘটেছিল সেই বিষয়টি অনুসন্ধানের চেষ্টা করেছি। একটার পর একটা বাধা পাচ্ছিলাম, কোনো না কোনো সমস্যা হচ্ছিলই। এরপর নানা ধাপে যখন কাজটা শেষ করলাম, এরপর সেটাকে আটকে দেয় সেন্সর বোর্ড। যেহেতু খুব সেনসিটিভ একটা বিষয় নিয়ে সিরিজের গল্প, সেহেতু আমরা চেয়েছিলাম সেন্সর প্রসেসের মধ্য দিয়ে যেতে। এরপর তারা কিছু কারেকশন দিলেও পরে সেটি আটকে দেয়। অবশেষে অনেক দিন পর কাজটি এলো।

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status