বিনোদন
তানিয়া-জুনায়েদের ‘বারান্দায় বিকেল’
স্টাফ রিপোর্টার
১১ অক্টোবর ২০২৪, শুক্রবার
চয়নিকা চৌধুরী এবার পারিবারিক রহস্য গল্পে নির্মাণ করলেন নতুন নাটক ‘বারান্দায় বিকেল’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি ও জুনায়েদ বোগদাদী। বিশেষ দু’টি চরিত্রে আছেন তানভীন সুইটি এবং শিশুশিল্পী ওয়াজিয়া হক। নাটকটি ১২ই অক্টোবর বেলা ৩টায় গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা চ্যানেলে উন্মুক্ত হচ্ছে।