বিনোদন
স্বামী রাজের অভিনয়ে মুগ্ধ, জড়িয়ে ধরে কাঁদলেন পরীমনি
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ২৪ জুলাই ২০২২, রবিবার, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৩০ অপরাহ্ন
দর্শকদের পর এবার স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের অভিনয়ে মুগ্ধ হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। রাজধানী মিরপুরের স্টার সিনেপ্লেক্স সনি সিনেমা হলে শনিবার বিকেলে ‘পরাণ’ সিনেমাটির শো শেষে খুশিতে রাজের বুকে মাথা রেখে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায় পরীকে। ‘পরাণ’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ, তার দুই মেয়ে, চিত্রনায়ক আরিফিন শুভ, চিত্রনায়ক সিয়াম আহমেদ, ইয়াশ রোহান, নিরব হোসেন, নায়িকা বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি, মিশা সওদাগর, চয়নিকা চৌধুরী, পূজা চেরি, প্রার্থনা ফারদিন দীঘিসহ সিনেমা সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত
যতসব ঢং ।
দিদি তুই আসলে কার বউ ? না বলছিলাম যে গত পরশু দেখলাম একজনের কোলে মাথা, গতকাল দেখলাম আর একজনের কাধে মাথা, আজ দেখলাম আর একজনের বুকে মাথা !! তো কত পুরুষের কোল,কাধ বুক তুই দখলে নিলি ! এখন কালকে তুই কার মাথায় কাঠাল ভাঙবিরে দিদি ??!! দিদি তুই চিজ বারি হ্যা মাস্তি মাস্ত, তু-চিজ বারি হ্যা মাস্তি মাস্ত !!
মনে হচ্ছে পরির জামাই বেহেস্তের শেষ টিকিট টা পেয়ে গেছে, পরি সেই সুযোগটা না পেয়ে আজাবে চিন্তায় কাদতেছে।
এই মেয়েটার আহ্লাদ দেখে শরীর জ্বলে, এই কদিন আগে পুলিশ কমিশনার সাকলাইন এর সঙ্গে কেক কিসের মাধ্যমে খেলেন.......সারা বিশ্বের লোকজন দেখলো, একটু লজ্জ্জা করছে না পরীমনি আপনার ?? আবার মা হলেন, এই সন্তানের সতিকারের পিতা যে কে, তা আপনি আর আল্লাহ বলতে পারেন। রাজের সঙ্গে নতুন সংসার শুরু করেছেন......
এই সব ভন্ডমির শেষ কোথায় ।
কান্নাঁটি অভিনয় ছিলো ? না সত্যি সত্যিছিলো ?