বিনোদন
‘ত্রিভুজ’-এ ফারিন খান
স্টাফ রিপোর্টার
৬ অক্টোবর ২০২৪, রবিবারতিন দম্পতির গল্প নিয়ে তৈরি হয়েছে ত্রিভুজ নামের ওয়েব ফিল্ম। অলোক হাসানের নির্মাণে এতে এক দম্পতির গল্পে দেখা মিলবে হাল সময়ের গ্ল্যামারাস অভিনেত্রী ফারিন খানকে। চলতি মাসের ১০ই অক্টোবর ওটিটি প্ল্যাটফরম দীপ্ত প্লেতে মুক্তি পাবে এটি। গত শুক্রবার টিজার প্রকাশের মাধ্যমে ফেসবুক পেজে সিনেমাটি মুক্তির ঘোষণা দেয় দীপ্ত প্লে। জানা গেছে, ফারিনের জুটি হিসেবে এখানে দেখা যাবে ইমতিয়াজ বর্ষণকে। এ ছাড়াও অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়-আনিকা কবির শখ ও সোহেল মণ্ডল-মৌসুমী মৌ। এ ছাড়া আইনজীবীর চরিত্রে আছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। এর আগেও ফারিনকে ওয়েব ফিল্মে দেখা গেছে। পাশাপাশি নাটকেও নিয়মিত কাজ করছেন। দু’টি সিনেমার কাজও শেষ করেছেন, যা মুক্তির কথা রয়েছে সামনে। ওয়েব ফিল্মটি নিয়ে ফারিন বলেন, এটা একেবারে আলাদা গল্পের ফিল্ম। উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত এ তিন শ্রেণির দম্পতির গল্প দেখা
যাবে ‘ত্রিভুজ’ এ। যেখানে রয়েছে মনস্তাত্ত্বিক ও নীতির দ্বন্দ্ব। নানা ঘটনার মধ্যদিয়ে গল্প এগিয়ে যাবে। আমার কাছে এখানে কাজ করে খুবই ভালো লেগেছে। তবে বিস্তারিত এখনই বলতে চাই না। আশা করছি এটি মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে।