বিনোদন
বদলে যাওয়া রুক্মিণী
বিনোদন ডেস্ক
৬ অক্টোবর ২০২৪, রবিবার
বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মাঝেমধ্যেই তারকাদের সমালোচনার মুখে পড়তে হয়। যা নিয়ে অনেকেই প্রতিবাদ করেন। এবার এ নিয়ে মুখ খুলেছেন ওপার বাংলার অভিনেত্রী রুক্মিণী মিত্র। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভুল করলে ১০০ জন হাজির হন, আর ভালো কাজ করলে দূরবিন দিয়ে প্রশংসা খুঁজতে হয়। এবারের পূজায় মুক্তি পাচ্ছে অভিনেত্রীর নতুন সিনেমা। ‘পাসওয়ার্ড’ সিনেমার পাঁচ বছর পর আবার পূজায় তার অভিনীত ছবি মুক্তি পাচ্ছে। অভিনেত্রী বলেন, গত পাঁচ বছরে অনেক কিছু বদলে গেছে। সিনেমা জগৎ প্রত্যেক শুক্রবার বদলে যাচ্ছে। অভিনেত্রী হিসেবে আমিও প্রত্যেক ছবির সঙ্গে একটু একটু করে বদলে যাচ্ছি। কিন্তু পূজার
ছবি নিয়ে উত্তেজনা এতটুকুও বদলায়নি। অভিনেত্রী হিসেবে আমি বদলে যাওয়া, কিন্তু ব্যক্তি রুক্মিণী এখনও একই রয়ে গেছে। তিনি আরও বলেন, পাঁচ বছর আগে আমি ইন্ডাস্ট্রিতে নতুন এসেছিলাম। কোনো প্রশিক্ষণ ছিল না। ইচ্ছা বা আকাঙ্ক্ষাও সেই অর্থে ছিল না। তখন সব সময়েই বলতাম যে, আমার প্রথম প্রেম মডেলিং। কিন্তু সময়ের সঙ্গে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে এখন বলতেই পারি, এখন অভিনয়ের প্রেমে পড়ে গেছি। অ্যাকশন আর কাট-এর মধ্যেই এখন ভালো লাগে।