বিনোদন
গোপন কথা ফাঁস
বিনোদন ডেস্ক
৬ অক্টোবর ২০২৪, রবিবার
কম বাজেটের ছবি। তাই নায়িকার জন্য ‘ভ্যানিটি ভ্যান’ ভাড়া করার ক্ষমতা ছিল না। তাই গাড়িতেই পোশাক বদল করতে হয় বিদ্যা বালানের। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘কাহানি’র পরিচালক সুজয় ঘোষ গোপন কথা ফাঁস করলেন। তিনি বলেন, আমাদের পক্ষে বিদ্যাকে একটি ভ্যানিটি ভ্যান দেয়া সম্ভব ছিল না। অল্প বাজেটের কাজ। বিদ্যা নিজের গাড়িতেই পোশাক বদলান প্রতিবার। আমরা গাড়ি একটা কালো কাপড় দিয়ে ঘিরে দিতাম।