দেশ বিদেশ
সাইবার সিকিউরিটি আইন বাতিলের দাবি গণমুক্তি মঞ্চের
স্টাফ রিপোর্টার
(৮ মাস আগে) ৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৫:৫৬ অপরাহ্ন

সাইবার সিকিউরিটি আইন বাতিলের দাবিতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে অবস্থান কর্মসূচি পালন করে গণমুক্তি মঞ্চ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্ক, ছাত্র-জনতা ঐক্য মঞ্চ ও সার্বভৌমত্ব আন্দোলন। বৃহস্পতিবার বিকালে আইন, প্রবাসী কল্যাণ ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ সংশোধন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের বাইরে সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবিতে গণমুক্তি মঞ্চ অবস্থান কর্মসূচি পালন করে।
প্রতিবাদী এ অবস্থান কর্মসূচিতে গণমুক্তি মঞ্চের সাংগঠনিক সমন্বয়ক সজীব তুষার বলেন, সংস্কার একটি ফাঁপা বুলি। বিগত দিনে এই আইনকে কেন্দ্র করে যত অন্যায়, নিপীড়ন, নিবর্তন হয়েছে তার সবকিছুর বিচার চাই। সংস্কার নয় আমরা চাই এইসব নিবর্তনমূলক আইন বাতিল। এটা বাতিল না করলে, বাংলাদেশের পক্ষের শক্তিরা হেরে যাবে। লেখক মোশতাক, কার্টুনিস্ট কিশোর, দিদারুল ভূঁইয়াসহ এইসব আইনে নিপীড়িতদের লিস্ট বেড়েই চলবে। আমাদের সোজা কথা, এইসব নিবর্তনমূলক আইন বাতিল করতে হবে। সাইবার মামলায় ভুক্তভোগী অধিকার কর্মী ও গবেষক সাধনা মহল বলেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে আমরা স্বমূলে উৎপাটন করেছি। আজকে আমরা হাসি মুখে প্রতিবাদ করছি। যদি এই আইন বাতিল না করা হয়। তাহলে এই হাসি মুখ, দ্রোহে পরিণত হতে বেশিক্ষণ লাগবে না।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণমুক্তি মঞ্চের সংগঠক হাসনা হেনা, সার্বভৌমত্ব আন্দোলনের প্রধান সংগঠক শামীম রেজা, সংগঠক শ্মশান ঠাকুর, ছাত্র জনতা ঐক্য মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল হোসাইন, আনন্দ পাঠশালার প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুস সালাম তালুকদার, সার্বভৌমত্ব আন্দোলনের সহ-সংগঠক কানিন ফাতেমা সূচি প্রমুখ।