বিনোদন
অন্য এক ইমন
স্টাফ রিপোর্টার
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবারপ্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফরমে কাজ করলেন চিত্রনায়ক মামনুল ইমন। রায়হান রাফীর নির্মাণে তিনি কাজ করেছেন ‘মায়া’ শিরোনামের ওয়েব কনটেন্টে। এতে আরও রয়েছেন অভিনেত্রী সারিকা। বুধবার সন্ধ্যায় কয়েক সেকেন্ডে এর টিজার প্রকাশ হয়েছে, যেখানে অন্য এক ইমনকে দেখা গেল। শুরুতে দেখা যায়, সারিকা থানায় গিয়ে পুলিশকে বলছেন, তার স্বামী নিখোঁজ। পরে দেখা যায়, ইমনকে কারা জানি জোর করে ধরে নিয়ে যাচ্ছেন। এরপর কয়েকটি দৃশ্যে পাওয়া যায় থ্রিলার উত্তেজনা। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষে লিলি নিবেদিত ‘মায়া’ বিঞ্জে মুক্তি পাবে। এই কাজ প্রসঙ্গে ইমন বলেন, প্রথম দিকে অনেকের মতোই আমিও কিছু এলোমেলো কাজ করেছি। সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচুরিটি আসে। আমারও তাই হয়েছে। যেমন চরিত্রে কাজ করেছি এ রকম আগে কখনো করিনি। আর রায়হান রাফীর নির্মাণের প্রতি আমার আস্থাও সে রকম। সে কারণেই কাজটি করা। বাংলাদেশের ৫০ শতাংশ মানুষের ঘরে যে সমস্যা সেই কনসেপ্ট নিয়েই ‘মায়া’ নির্মিত হয়েছে বলে মনে করেন ইমন। তবে চরিত্র ও গল্প সম্পর্কে এখনই পুরোপুরি বলতে নারাজ তিনি।