বিনোদন
৫০০ পর্বে ‘চিটার এন্ড জেন্টেলম্যান’
স্টাফ রিপোর্টার
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার
৫০০ পর্বে পা রাখছে ধারাবাহিক নাটক‘ চিটার এন্ড জেন্টেলম্যান’। নাটকটি রচনা ও পরিচালনায় সঞ্জিত সরকার। আজ আরটিভিতে এর ৫০০তম পর্ব প্রচার হবে রাত ১০টায়। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, সালহা খানম নাদিয়া, আখম হাসান, নাবিলা বিনতে ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, ডা. এজাজ, তাহমিনা সুলতানা মৌ, রিমি করিম, শ্যামল জাকারিয়া প্রমুখ।