বিনোদন
১৯শে সেপ্টেম্বর দুই ওটিটিতে মুক্তি ‘তুফান’
স্টাফ রিপোর্টার
১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবারআগামী ১৯শে সেপ্টেম্বর চরকি ও হইচই-তে মুক্তি পাচ্ছে চলতি বছরে দেশের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা ‘তুফান’। শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত এই সিনেমা মুক্তির আগে থেকেই ছিল তুমুল আলোচিত। প্রেক্ষাগৃহ কাঁপিয়ে এবার ‘তুফান’ বইবে ওটিটিতে। হইচই ও চরকি কর্তৃপক্ষ এরইমধ্যে বিষয়টি নিশ্চিত করেছে। চলতি বছর ঈদুল আজহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘তুফান’। একে একে ভারত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ প্রায় ২০টি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। যেকোনো বাংলা সিনেমার জন্য বিশ্বব্যাপী মুক্তির ক্ষেত্রে তুফানই সবচেয়ে এগিয়ে। ওটিটিতে ‘তুফান’ মুক্তি বিষয়ে শাকিব খান বলেন, ‘তুফান’ নিয়ে আমরা প্রথম থেকেই খুব আশাবাদী ছিলাম যে, এটা ব্যবসা সফল সিনেমা হবে। আমাদের দর্শক আমাদের ভুল প্রমাণ করেননি। প্রেক্ষাগৃহে যারা দেখতে পারেননি তাদের জন্য সুখবর হলো ১৯শে সেপ্টেম্বর হইচই ও চরকিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে তুফান। দেখবেন নিশ্চয়। সেই সঙ্গে আমার দর্শকের কাছে অনুরোধ থাকবে কোনো রকম অসৎ পন্থায় সিনেমাটি দেখবেন না। আশা করছি, দর্শক এবারো নিরাশ করবে না আমাদের। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘদিন পর এ সিনেমায় ফিরেছেন মাসুমা রহমান নাবিলা। আরও রয়েছেন মিমি চক্রবর্তী। ছবিটিতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, হাসনাত রিপন, গাউসুল আলম শাওন, মানব সাচদেব প্রমুখ।