বিনোদন
সমালোচনায় কান দেন না অনন্যা
বিনোদন ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবারতারকাদের নিয়ে নেটদুনিয়ায় হরহামেশাই ইতিবাচক ও নেতিবাচক আলোচনা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। তার ধারণা, তারকাদের কাজ যতই ভালো হোক, কিছু মানুষ নেতিবাচক মন্তব্য করবেনই। যেভাবেই হোক খুঁত খুঁজে বের করবেন। যেমন অভিনয় দক্ষতা নিয়ে বার বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। অভিনেত্রী বলেন, সবাইকে কিছু না কিছু বলা হয়েই থাকে।
সমালোচনা হবেই। তাই এতে কান দেন না তিনি। তিনি বলেন, তুমি যা-ই করো, তারা নিন্দা করবেই। দিনের শেষে ঠিক নেতিবাচক কোনো বিষয় তারা খুঁজে বের করবে। তাই ভালো কাজ করার উপরে মনোযোগ দেয়া উচিত। সম্প্রতি মুক্তি পেয়েছে অনন্যার ওয়েব সিরিজ ‘কল মি বে’। এই সিরিজের প্রশংসা করে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন তার প্রেমিক ওয়াকার ব্ল্যাঙ্কো। নেটাগরিকেরা মনে করেছেন, এই পোস্ট করেই সম্পর্কে সিলমোহর দিলেন ওয়াকার। তবে সম্পর্ক নিয়ে এখনো কিছু বলেননি অনন্যা। জুলাই মাসে অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রতিটি অনুষ্ঠানেই হাজির ছিলেন অভিনেত্রী। সেই বিয়ের আসর থেকেই ওয়াকারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শুরু হয়। ওয়াকার পেশায় প্রাক্তন মডেল। বর্তমানে তিনি আম্বানীদের ‘ভন্তারা অ্যানিম্যাল পার্ক’-এ কর্মরত।