দেশ বিদেশ
প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর
বিএনপি-আওয়ামী লীগের ভিন্ন কর্মসূচি
সিদ্দিকুর রহমান সুমন, যুক্তরাষ্ট্র থেকে
(৩ সপ্তাহ আগে) ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:২১ অপরাহ্ন
সেপ্টেম্বর এলেই যেন সরগরম হয় উঠে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রাজনীতি । জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউ ইয়র্ক হয়ে উঠতো একখণ্ড ঢাকা । এতদিন রাষ্টপ্রধান হিসেবে জাতিসংঘে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল-মিটিংসহ বিভিন্ন আয়োজনে ব্যস্ত থাকতো আওয়ামী লীগ, আর কালো পতাকা প্রদর্শনসহ বিক্ষোভ মিছিলের মাধ্যমে শেখ হাসিনার আগমনের প্রতিবাদ জানাতো বিএনপি। ভাষণের দিনে জাতিসংঘের সামনে পক্ষে-বিপক্ষে স্লোগানে নিজেদের শক্তির জানান দিতো উভয় দল। তবে এবারের ‘সেপ্টেম্বর’ ভিন্ন আবহ নিয়ে ফিরেছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পতন ঘটে আওয়ামী লীগ সরকারের । গঠিত হয় অন্তর্র্বতীকালীন সরকার। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস । দায়িত্ব নেয়ার দেড় মাসের মাথায় জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহরে যেখানে শতাধিক সদস্যের টিম থাকতো সেখানে ড. ইউনূস মাত্র ৭ সদস্যের দল নিয়ে আমেরিকায় আসছেন । তার এই আগমনকে কেন্দ্র করে আবার সরব হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি।
গত ১৬ বছরের চিরচেনা দৃশ্য বদলে যাচ্ছে এবার । পট পরিবর্তনে রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানানোর পরিবর্তে এবার বিপক্ষে অবস্থান নিচ্ছে আওয়ামী লীগ । ড. ইউনূসের আগমনের বিরুদ্ধে বিমানবন্দরসহ জাতিসংঘের সামনে বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচির কথা বলছে দলটির যুক্তরাষ্ট্র শাখা।
অন্যদিকে জাতিসংঘে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সরাসরি স্বাগত না জানালেও আওয়ামী লীগ সরকারের আমলে খুন-গুম-নির্যাতন আর লুটপাটের বিচার দাবিতে অবস্থান নেবে বিএনপি ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান মানবজমিনকে জানান, জাতিসংঘে ড. ইউনূসের আগমন উপলক্ষ্যে বিমানবন্দর থেকে শুরু করে ভাষণের দিন ২২শে সেপ্টেম্বর জাতিসংঘের সামনে তারা প্রতিবাদ ও বিক্ষোভ করবেন ।
অন্যদিকে প্রধান উপদেষ্টাকে সাংগঠনিকভাবে স্বাগত জানানোর এখনো কোনো পরিকল্পনা/কর্মসূচি গ্রহণ করেনি বিএনপি-এমন তথ্য জানিয়ে কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং যুক্তরাষ্ট্র শাখার অন্যতম শীর্ষ নেতা জিল্লুর রহমান জিলু জানান, শেখ হাসিনার পতনে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে ।
জিল্লু জানান, শেখ হাসিনার আমলে খুন-গুম-নির্যাতনের বিচার দাবিতে প্রধান উপদেষ্টার ভাষণের দিনে জাতিসংঘের সামনে বিএনপি অবস্থান নিতে পারে।
এদিকে প্রধান উপদেষ্টার আগমনে যখন আলোচনা-সমালোচনা হচ্ছে তখন দেশীয় রাজনীতির এই সংস্কৃতিতে বিরক্ত প্রকাশ করেছেন আমেরিকায় বসবাসরত প্রবাসীরা । তারা বলছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বিশ্বের অনেক দেশের সরকার প্রধান নিউ ইয়র্কে আসেন । কিন্তু বাংলাদেশের মতো কোথায় স্বাগত জানিয়ে কিম্বা আগমনের প্রতিবাদে বিক্ষোভ হয় না । যুগ যুগ ধরে সরকার প্রধানের আগমনে স্বাগত আর প্রতিবাদের এই মন মানসিকতা আমাদেরকে পিছিয়ে দিচ্ছে ।
Dr. Siddiqur Rahman: Stop this nonsense. We had enough of Awami League in New York.
দেশে আসুন আপনার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। বিদেশে বসে এগুলো করে কোন লাভ নাই।