দেশ বিদেশ
‘যতই ষড়যন্ত্র হোক নিপীড়িত মানুষের পাশে থাকবো’
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৬:২৬ অপরাহ্ন
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা বলেছেন, আওয়ামী লীগ সরকার থাকাকালীন বিগত ১৬টি বছর নানা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছি। ৫০টির বেশী রাজনৈতিক মিথ্যা মামলা দিয়ে আমাকে প্রতিনিয়ত বাড়ি ছাড়া করা হয়েছে। বাবা মায়ের সঙ্গে ঈদ করার সুযোগ হয়নি। তবুও আমি রাজপথ ছাড়িনি। এখন আবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তবে যতই ষড়যন্ত্র হোক দেশ ও দশের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করে রাজপথে থেকে গাজীপুর মহা নগরীর নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে থাকবো।
তিনি বলেন, কিছুদিন আগেও আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে-আমি নাকি ইউটা ফ্যাশনের ঝুট ব্যবসা দখল করতে গিয়ে ছিলাম। কিন্তু সেদিন ছিল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমি সহ আমার সকল নেতা কর্মীরা সেদিন সকাল ৯ টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও কবর জিয়ারত করতে গিয়েছিলাম। যেই কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন। তাই যারা এভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন তাদেরকে আমি এসব থেকে বিরত থাকার অনুরোধ করছি।