দেশ বিদেশ
আশুলিয়া থানার কার্যক্রম শুরু
লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
১২ আগস্ট ২০২৪, সোমবারআশুলিয়া থানা পুড়িয়ে দেয়ার পর টানা ৬ দিন কার্যক্রম ছিল বন্ধ। গতকাল চালু হয়েছে আশুলিয়া থানার কার্যক্রম। তবে এখনো চালু হয়নি সাভার মডেল থানা। আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার হাজী ইসামুদ্দিন টাওয়ারে সাময়িকভাবে থানাটি চালু হলেও এর নিয়মিত কার্যক্রম শুরু করতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান। এর আগে গত বুধবার সব পুলিশ সদস্যকে ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগ দেয়ার নির্দেশ দেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। নির্দেশনা অনুযায়ী গতকাল সকালে সেনাবাহিনীর পাহারায় শিক্ষার্থীদের নিয়ে আশুলিয়া থানায় যান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ। এ সময় শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘আমরাও মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। আমরা ছাত্র জনতার সহযোগিতায় আবারো থানার কার্যক্রম শুরু করেছি। শিক্ষার্থীদের আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে। আমরা ছাত্র-জনতার সহযোগিতায় গণমাধ্যমসহ সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে যতটা দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসবো। তিনি বলেন, থানায় আসার পথে শিক্ষার্থীদের দেখলাম তারা সুশৃঙ্খলভাবে ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত। এটা অভূতপূর্ব। তবে কাজটি অনেক কষ্টের এবং অমানবিক। ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে শিক্ষার্থীদের উদ্যোগ বিশেষ করে এম্বুলেন্সের জন্য ভিন্ন লেন করা এটা সত্যিই শিক্ষণীয় বিষয়। এভাবে সবাই আইন মেনে চললে এদেশে কোনো নৈরাজ্য থাকবে না। সাভার-আশুলিয় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। তারা সাভার থানায় অবস্থান নিয়ে অস্ত্র, গুলি, গ্রেনেডসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারেও কাজ চালিয়ে যাচ্ছে। এর আগে তারা অস্ত্র, গোলাবারুদসহ লুণ্ঠিত মালামাল ফেরত দেয়ার জন্য মাইকে প্রচার চালান। এরপর জনসাধারণ লুণ্ঠিত মালামাল ফেরত দিতে শুরু করেন।
এতে লুট হওয়া বেশ কয়েকটি অস্ত্র, গুলি, গ্রেনেড, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের মালামাল জমা পড়েছে বলে জানান কর্তব্যরত সেনা সদস্যরা।