ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

ট্রাফিক নিয়ন্ত্রণে হুমায়রা ঈশিকা

স্টাফ রিপোর্টার
১২ আগস্ট ২০২৪, সোমবারmzamin

চ্যানেল আই ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার মধ্যদিয়ে গানের জগতে যাত্রা শুরু হয়েছিল চলতি প্রজন্মের কণ্ঠশিল্পী হুমায়রা ঈশিকার। এরপর বেশকিছু গানের মাধ্যমে প্রশংসিত হয়েছেন তিনি। এদিকে এ গায়িকা চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। তবে কোটা আন্দোলনের শুরু থেকেই একজন শিক্ষার্থী হিসেবে পক্ষে ছিলেন এর। বিভিন্ন পোস্টের মাধ্যমেও তাকে সরব থাকতে দেখা গেছে। এদিকে ক’দিন আগেই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় কাজ করছেন শিক্ষার্থীরা। কাজ করছেন ময়লা-আবর্জনা পরিষ্কার ও দেশের আক্রান্ত থানাগুলো মেরামতেও। এদিকে দেশ গঠনের এই সময়ে বসে নেই হুমায়রা ঈশিকাও। ট্রাফিক নিয়ন্ত্রণে টানা কয়েকদিন কাজ করেছেন তিনি। বিষয়টি কাউকে জানাননি প্রথমে। পরবর্তীতে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের এ কাজ করার কথা জানান। হুমায়রা ঈশিকা বলেন, কয়েকদিন বেইলী রোডের ভিকারুননেসা স্কুলের আগের চার রাস্তার মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেছি। সবাই এখন দেশ গঠনের কাজে ব্যস্ত। নতুন এক বাংলাদেশ গড়ার শপথ সবার চোখে-মুখে। সেখানে আমি যদি ছোট ছোট কাজের মাধ্যমে অবদান রাখতে পারি সেটাই আমার কাছে বড় বিষয়। সামনেই এ ধরনের কাজে তাকে পাওয়া যাবে বলে জানালেন ঈশিকা। তিনি বলেন, সবে শুরু। আরও অনেক কাজ বাকি। গান গাওয়ার পাশাপাশি এ কাজগুলো আমি করে যেতে চাই। 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status