ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

‘এদের দৌরাত্ম্যে সত্যিকারের রাজনীতিবিদ থেকে যান প্রদীপের আড়ালে’

স্টাফ রিপোর্টার
১১ আগস্ট ২০২৪, রবিবারmzamin

শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে শুরু থেকেই সরব জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি। বিভিন্ন পোস্টের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন চেয়েছিলেন তিনি। শুধু তাই নয়, সরকারি অনুষ্ঠানে কালো তালিকায়ও ছিলেন এ শিল্পী। এবার সেই সরকার পতনের পরও নিয়মিত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন তিনি। এদিকে শোবিজ তারকাদের রাজনৈতিক দলের মনোনয়ন কেনার রীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন ন্যান্‌সি। রাজনৈতিক দলগুলো যেন এ ব্যাপারে সচেতন হয় সেই অনুরোধও করেছেন তিনি। এ শিল্পী বলেন, প্রতিবার নির্বাচন এলেই খেলোয়াড়, গায়ক-গায়িকা, নায়ক-নায়িকা, সংস্কৃতিকর্মীদের এমপি নমিনেশন ফরম কেনার হিড়িক পড়ে। টেলিভিশন চ্যানেলগুলো থাকে তাদের টক শো প্রচার নিয়ে। প্রজ্ঞাবিহীন এসব তারকাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ে গণমাধ্যম। কিছু অতি উৎসাহী জনগণ তারকাকে নেতা/নেত্রী ভেবে কর্মী হিসেবে মিছিলে জুটে যায়। এদের দৌরাত্ম্যে সত্যিকারের রাজনীতিবিদ থেকে যান প্রদীপের আড়ালে। এই চর্চা থেকে বেরিয়ে আসা দরকার। এ শিল্পী যোগ করে আরও বলেন, দেশে আগামীতে যখনই গণতান্ত্রিক নির্বাচন হবে, আমার প্রত্যাশা থাকবে রাজনৈতিক দলগুলো সাংস্কৃতিক 
জগতের তারকা তকমা না দেখে জনপ্রতিনিধি হিসেবে মাঠ পর্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এবং নিজ এলাকায় সর্বজনপ্রিয় গ্রহণযোগ্য তারকাকে মূল্যায়ন করবেন। এমপি নমিনেশন ফরম যে কেউ চাইলেই তুলতে পারবেন না, সেক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা কী হবে সেটাও নির্ধারণ করে আইন পাস কিংবা নিয়ম করা যেতে পারে।

 

 

 

পাঠকের মতামত

ন্যান্সি, মনির খান, আসিফ আকবর, বেবি নাজনীনসহ যারা গত ১৬ বছর যাবত অবহেলার স্বীকার হয়েছে তাদেরকে মূল্যায়ন করার জন্য বিটিভি কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনা করছি।

শওকত আলী
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৯:৫১ অপরাহ্ন

আপনি সঠিক কথা বলেছেন।

Md.Abdul Barek
১১ আগস্ট ২০২৪, রবিবার, ১২:১২ অপরাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status