ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

ফেসবুক থেকে নেয়া

সবাইকে সহানুভূতিশীল হওয়ার আহ্বান শাকিবের

স্টাফ রিপোর্টার
৭ আগস্ট ২০২৪, বুধবারmzamin

শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এরপরই সাধারণ মানুষের সঙ্গে বিজয় উল্লাসে মেতে ওঠে দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অভিনয়শিল্পী, নির্মাতা ও সংগীতশিল্পীদের উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। এদিকে দেশের শীর্ষ নায়ক শাকিব খান তার ফেসবুক পেজে সবাইকে সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের 
দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লান করে না দেয়। তিনি আরও লিখেছেন, এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে, সবার আগে দেশ, দেশের মানুষ, দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে- আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে এর আগেও বেশ কয়েকবার পোস্ট করেছেন শাকিব।

পাঠকের মতামত

TOMI ABAR BOW FIX KORO DESH NEA TEL BAJI DORKAR NAI TOMAR,

m
৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৬:২৪ অপরাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status