ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

‘এবার সময় নতুন ভাবে দেশটা সাজানোর’

স্টাফ রিপোর্টার
৫ আগস্ট ২০২৪, সোমবারmzamin

চলমান আন্দোলন ঘিরে শুরু থেকেই সরব ছিলেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন পোস্ট দিয়ে জানিয়েছেন শিক্ষার্থীদের সঙ্গে আছেন তিনি। আন্দোলনকে কেন্দ্র করে গতকাল তিনি আরও একটি পোস্ট দেন, যেটি এরইমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রশংসা করেছেন। তিনি বলেন, আজ জুলাই ৩৫। স্বাধীনতা থেকে অল্প একটু দূরে দাঁড়িয়ে আমরা। জোর কদম আগে বাড়ি চলো, একসঙ্গে। তারপর থাকবে রাষ্ট্র সংস্কারের লম্বা কাজ, প্রতিষ্ঠান সংস্কারের লম্বা কাজ, যাতে আর কোনোদিন আমাদেরকে এইরকম বন্দিদশায় পড়তে না হয়। তিনি বলেন, কেউ কেউ বলছেন, এই সংস্কার করবে কারা? আপনি করবেন। আমরা, আপনারা, সবাই করবো। খুলে বলি, সবাই জানে আমাদের সিস্টেমের সমস্যাগুলো কোথায়, ওভারহোলিং কোথায় কোথায় দরকার। এই কাজে দেশের ভেতর সিনিয়ররা তো আছেনই। তরুণদের প্রশংসায় ফারুকী লেখেন, তরুণদের কথাও আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। ওরা নতুন বিশ্বদৃষ্টি নিয়ে বড় হচ্ছে। এতবড় আন্দোলনের পর ওদের সক্ষমতা নিয়ে নিশ্চয়ই আপনার ন্যূনতম সন্দেহ থাকার কথা না। ওইদিকে রিভার্স ব্রেইন ড্রেইন হ্যাশট্যাগও দেখছি। দেশের বাইরে পড়াশোনা করা একটা প্রজন্মও এই কাজে হাত লাগাতে চায়। সবশেষ ফারুকী লেখেন, অনেক তো হলো নৈরাজ্য। এবার সময় নতুনভাবে দেশটা সাজানোর। একটা মানবিক গণতান্ত্রিক সমাজ তৈরির। বিপ্লব দীর্ঘজীবী হোক।

পাঠকের মতামত

thanks mr Faroqi

Shahid
৫ আগস্ট ২০২৪, সোমবার, ৭:২৯ অপরাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status