বিনোদন
রবীন্দ্র সরোবরে জড়ো, শহীদ মিনারে গিয়ে সংগীতশিল্পীদের সংহতি প্রকাশ
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৩ আগস্ট ২০২৪, শনিবার, ৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে প্রতিবাদ সমাবেশ করেছেন দেশের সংগীতশিল্পীরা। সেখান থেকে শহীদ মিনারে শিক্ষার্থীদের সঙ্গে গিয়ে জড়ো হচ্ছেন বিভিন্ন ব্যান্ড, শিল্পী, গীতিকবি ও সুরকারসহ শোবিজের বিভিন্ন শাখার মানুষ। দুপুর আড়াইটায় সমবেত হন তারা রবীন্দ্র সরোবরে। সেখানে ব্যান্ড তারকা মাকসুদ বলেন, আমরা আর রক্ত চাই না। শিক্ষার্থীদের মৃত্যু চাই না। তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করছি সবাই। মাইলস ব্যান্ডের দলনেতা হামিন আহমেদ বলেন, আমরা চাই সরকার অনুধাবন করুক এ প্রজন্ম কি চাচ্ছে। যেসব শিক্ষার্থীরা মৃত্যুবরণ করেছেন তাদের সঠিক বিচার চাই। যারা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তি দেয়া হোক। এদিকে শিল্পীদের এই সংহতি প্রকাশে আরো উপস্থিত থাকছে ব্যান্ড আর্টসেল, সোলস, দলছুট, শূন্য, মাইলস, মাকসুদ ও ঢাকা, শিরোনামহীন, এলিটা, গীতিকবি লতিফুল ইসলাম শিবলী, শিল্পী আসিফ আকবর, আরমিন মুসা, অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ আরো অনেক সংগীতশিল্পী ও অভিনয়শিল্পী-নির্মাতারা।