দেশ বিদেশ
জাতিসংঘের অধীনে হত্যার তদন্ত চায় গণতন্ত্র মঞ্চ
স্টাফ রিপোর্টার
৩ আগস্ট ২০২৪, শনিবারজাতিসংঘের অধীনে আন্তর্জাতিক নিরপেক্ষ কমিশনের মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনে হত্যাযজ্ঞের তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। অন্যথায় এর বাইরে তদন্তের নামে কোনো প্রহসন মেনে নেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেয় মঞ্চ। পাশাপাশি মঞ্চের পক্ষ থেকে শিক্ষার্থীদের ৯ দফা দাবির প্রতি আবারো পূর্ণ সমর্থন ব্যক্ত করা হয়। গতকাল এক বিবৃতিতে এসব কথা বলে গণতন্ত্র মঞ্চ। সরকার কর্তৃক তদন্ত কমিশন প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, সরকার কর্তৃক দেশে সংঘটিত গণহত্যা আড়াল করতে এবং আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করতে এই কমিশন গঠন করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের প্রস্তাব অনুযায়ী একটি আন্তর্জাতিক স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে সরকার কর্তৃক সংঘটিত গণহত্যার তদন্ত এবং বিচার করতে হবে। তদন্ত এবং বিচারের নামে কোনো ধরনের প্রহসন এ দেশের জনগণ এমনকি আন্তর্জাতিক বিশ্বও মেনে নেবে না। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার চেষ্টা করছে সরকার। কূটনীতিকদের ব্রিফিংয়ে বিভ্রান্তিকর ভিডিও ফুটেজ দেখানো হয়েছে।
এসব ভিডিও ফুটেজ দেখিয়ে সরকার দাবি করেছে, র?্যাব হেলিকপ্টার থেকে কোনো গুলি করেনি। কিছু ভিডিও ফুটেজে দেখানো হয়েছে, সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বিজিবি কিছু ফাঁকা গুলি করতে বাধ্য হয়েছিল, তাও একজন মাত্র, সবাই মিলে গুলি করেনি।